১মে ১৯৯৯ সালে রোটারী ক্লাব অব শাহবাগ – ঢাক উদ্যোগে গ্রামীন উন্নয়নে ফুলদী গ্রামে “রোটারী ভিলেজ “ নামে অত্র এলাকায় নানাবিধ উন্নয়ন মূলক কর্মকান্ড প্ররিচালনা শুরু করেন। তারই দ্বারাবাহিকতায় বয়স্ক শিক্ষাকেন্দ্র (নাইট স্কুল) চালু , ততকালীন ফুলদী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রয়োজনীয় আসবাবপ্রত্র ও শিক্ষকগণকে সম্মানী ভাতা প্রধান করেন।
পরবর্তি তে নিরক্ষতা দূরীকরনের লক্ষে সিডা (ময়মনসিংহ) কর্তৃক পরিচালিত জনাব, লুৎফুল্লাহ্ (মঙ্গল বাড়ীয়া,পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) সাহেবের তত্ববধানে ৩৫টি শিক্ষা কেন্দ্র সফলতার মাধ্যমে ততকালীন থানা নির্বাহী কর্মকর্তা জনাব , রবিন্দ্রনাথ শর্মা সাহেব দীপ্তমান রায়পুরা ঘোষনা করেন।
তারই দ্বারাবাহিকতয় জনাব,লুৎফুল্লাহ সাহেব রোটারী ভিলেজ ফুলদী – এর সভাপতি জনাব মো. রুস্তম আলী খান সাহেবকে অন্ধকারে আলোফুটানোর লক্ষে একটি হাই স্কুল প্রতিষ্ঠার প্রস্তাব করিলে তা সাদরে গ্রহন করেন ও রোটারী স্কুল নামকরনের মাধ্যমে যাত্রা শুরু হয়। রোটারী ক্লব অব শাহবাগ- ঢাকার রোটারীয়ানগণ অনির্ধাবিত পরিদর্শনে এসে রোটারী পূর্বে শাহবাগ যুক্ত করে “শাহবাগ রোটারী উচ্চ বিদ্যালয় নাম করন করা হয়।
বিধান অনুযায়ী জনাব, রুস্তম আলী খান সাহেব প্রতিষ্ঠাতা, জনাব, লুৎফুল্লাহ্ সাহেব প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে গন্য হন। ২০২২সালে বিদ্যালয়টি এম,পি,ও ভূক্ত হয়।
আমি বিদ্যালয়ের সার্বাঙ্গীন সফলতা কামনা করছি।
– লুৎফুল্লাহ্
